অন্তরে শুধু তুমি

প্রকাশকালঃ ২০১৮
প্রকাশনা সংস্থাঃ অনন্যা
প্রকাশকঃ মো. মনিরুল হক

5/5

by নিশাত ইসলাম

শ্রাবণের কত রাত কেঁটেছে তোমার চোখ পানে চেয়ে চেয়ে। ভরা পূর্ণিমায় তোমার চোখে দেখেছি চাঁদের লুকোচুরি খেলা। কনকনে শীতে উষ্ণতার আভাস মিলেছে দুজনের বাহুবন্ধনে। ভালোবাসার রঙিন ভুবনে বিভোর হয়ে তুমি হলে বাবা আর আমি মা। তারপর? তারপর ভালোবাসার মালায় গাঁথা অনেক শেফালী আর চন্দ্রমল্লিকা।
জুঁইয়ের সাদা পাপড়ি আর গোলাপের নরম স্পর্শ ভুলিয়ে রেখেছে প্রায় এক যুগ। হঠাৎ একদিন কি হলো জানো? কী? একদিন উপলব্ধি করলাম আমার চোখে তুমি অন্য কাউকে খোঁজো। আমার ঠোঁটের নরম স্পর্শ তোমাকে আর আন্দোলিত করে না। তোমার নিঃশ্বাসে অন্য কারও গন্ধ খুঁজে পাই। আমার মধ্যে বিচরণ করলেও তুমি তার। তাহলে? তবুও তুমি আর আমি আছি পাশাপাশি। একই বালিশে মাথা গুঁজি, প্রতিরাতে এখনও শীতের শীতল হাওয়ায় কেবলই খুঁজি তোমার স্পর্শ। শ্রাবণে ঘন বর্ষায় শিউরে ওঠে মন। চঞ্চল চোখ তবুও তাকিয়ে থাকে তোমার প্রতীক্ষায়। আমার মন এখনও ষোড়সী তোমাকে আগের মতোই ভালোবাসি।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।