বাবা তুমি কি মানুষ না-কি অমানুষ? কি করে পারলে এমনটা করতে? একবারও তোমার হাত কাঁপলো না? একবারও তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো না? তুমি কি জানো ডানা ভাঙা প্রজাপতিটা আর নেই। তুমি কি করে পারলে প্রজাপতিটাকে পায়ে দলিয়ে মাটিতে মিশিয়ে দিতে। প্রজাপতিটার কষ্ট তোমাকে নাড়িয়ে দেয়নি? বাবা তুমি কি করে পারলে এমন কাজটি করতে? তুমি যে আমাদের বাবা, আমাদের ভরসার জায়গা।