ক্ষমা
প্রথম প্রকাশঃ ২০০৬
অন্য প্রকাশ
দ্বিতীয় প্রকাশঃ ২০২০
প্রকাশনা সংস্থাঃ অন্বেষা
প্রকাশকঃ শাহাদাৎ হোসেন
5/5
by নিশাত ইসলাম
ক্ষমা একজন আঠারো বছর বয়সি রোমান্টিক তরুণীর নাম। ভ্রমণ-পিয়াসি ক্ষমা, বাবা-মা ও একমাত্র ভাই ওমরের সঙ্গে ঢাকা থেকে ছুটে চলে রাঙামাটির উদ্দেশে। সোজা পিচঢালা পথ ছেড়ে আঁকাবাঁকা পথে প্রবেশ করে, দু’নয়ন ভরে দেখছে সবুজ পাহাড় আর প্রকৃতির লুকোচুরি খেলা। কখনও উঁচু রাস্তা, কখনও নিচু। এ যেন শিল্পীর তুলিতে রং ছড়িয়ে দিয়েছে প্রকৃতির মাঝে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ভালোবেসে গহীন বন-জঙ্গলে নিজেকে হারিয়ে ফেলে ক্ষমা। নির্জন জঙ্গলে শুরু হয় নতুন জীবন। পথ খুঁজতে খুঁজতে একদিন সন্ধান পায় একজন মানুষের। রহস্যময় জীবনের সঙ্গী হয় সেই বুনো মানুষ মুরাং। ধীরে ধীরে মুরাং ও ক্ষমা আবিষ্কার করে তারা দুজন দুই লিঙ্গের মানুষ। অনুভব করে যৌবনের কামনা-বাসনা। তাদের অনুভবের ফলে গহীন জঙ্গলে জন্ম নেয় তৃতীয় মানুষ মন। চলে লোকালয় ফিরে আসার অনন্ত চেষ্টা…
প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ভালোবেসে গহীন বন-জঙ্গলে নিজেকে হারিয়ে ফেলে ক্ষমা। নির্জন জঙ্গলে শুরু হয় নতুন জীবন। পথ খুঁজতে খুঁজতে একদিন সন্ধান পায় একজন মানুষের। রহস্যময় জীবনের সঙ্গী হয় সেই বুনো মানুষ মুরাং। ধীরে ধীরে মুরাং ও ক্ষমা আবিষ্কার করে তারা দুজন দুই লিঙ্গের মানুষ। অনুভব করে যৌবনের কামনা-বাসনা। তাদের অনুভবের ফলে গহীন জঙ্গলে জন্ম নেয় তৃতীয় মানুষ মন। চলে লোকালয় ফিরে আসার অনন্ত চেষ্টা…
বইটি ক্রয় করতে এখানে Click করুন।