তবুও জীবনে প্রেম আসে

প্রকাশকালঃ ২০২৩
প্রকাশনা সংস্থাঃ অনন্যা
প্রকাশকঃ মো. মনিরুল হক

by নিশাত ইসলাম

গভীর নির্জন রাত। বাইরে প্রচন্ড বৃষ্টি আকাশ শুয়ে শুয়ে গান শুনছে। হঠাৎ কারও পায়ের শব্দ শুনতে পেল। তখন নজরুলের বিখ্যাত গান ‘মোর প্রিয়া হবে এসো রাণী দেবো খোপায় তারার ফুল’ চলছিল। দেখল দরজার ফাঁক দিয়ে একটা ছায়া এসে পড়েছে ওর ঘরে। আলো-অন্ধকারের লুকোচুরি খেলায় বাবলীকে খুব সুন্দর লাগছে। আকাশ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। বাবলী লজ্জায় লাল হয়ে গেল আকাশ ফিসফিস করে বলল, তুমি অনেক সুন্দর। ভারি সুন্দর, অদ্ভুত সুন্দর। কথাটা শুনে বাবলীর ঠোঁট কেঁপে উঠল বলল, আমি যাই। আকাশ হাত টেনে ধরে বলল, কিছুটা সময় থাকো।

তারপর আকাশের যেন কী হলো। ভুলে গেল সব কিছু। বাবলীকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। অনেক ভালোবাসি। বাবলী আকাশের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইল না। ও চাইল আরও শক্ত করে জড়িয়ে থাকুক।

সেই রাতে ওরা দুজন হারিয়ে গিয়েছিল অন্য এক ভুবনে। যেমন করে হারিয়েছে অনেক মানব-মানবী। সেই সুখ আর প্রেমময় রাজ্য থেকে বাবলী আর আকাশ ফিরে এসে দেখল, ওরা দুজন দুজনের কাছে পরাজিত হয়েছে। তারপর অনেকদিন দুজন চোখাচোখি হয়নি। কী করে হবে? কী এক ভারী লজ্জা ওদের চোখ ভার করে রাখছে।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।