তবুও ভালোবাসি

প্রকাশকালঃ ২০১৭
প্রকাশনা সংস্থাঃ অনন্যা
প্রকাশকঃ মো. মনিরুল হক

5/5

by নিশাত ইসলাম

তোমাকে ভালোবেসে অনন্তকাল অপেক্ষা করতে রাজি। যদি কখনও একটি কদম ফুল হাতে নিয়ে এসে দাঁড়াও আমার মনের দরজায়। আকাশে অনেক মেঘ জমা করে রেখেছি তোমার বিরহে এক পসলা বৃষ্টিতে, কখনও এলে ভিজিয়ে তোমাকে শোনাব মেঘের গর্জন। রোদের খরতায় শুকিয়ে যাবে চোখের কোণে জমে থাকা অশ্রু, তবুও তোমার স্বপ্নে বিভোর হয়ে কেবল তোমাকেই ভালোবাসব।
তুমি হীনা চাই না পৃথিবী, চাই না স্বর্গলোক। তুমি হীনা আমিই তো নেই তবে কেন এত লোভ। তোমাকে ভালোবাসি, তবুও ভালোবাসি জন্ম থেকে জন্মান্তরে ভালোবাসি। শুধুই ভালোবাসি…।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।