চাঁদ আর মেঘের লুকোচুরি খেলায় মাতোয়ারা আকাশটা। প্রেমিক-প্রেমিকার মন ব্যাকুল করে দেওয়া রজনীতে রূপাও জেগে। জানালা দিয়ে হাত বাড়িয়ে জোছনার খানিকটা স্পর্শ খোঁজে। একটু একটু করে প্রতীক্ষা করে যাচ্ছে শ্রাবণের কণ্ঠস্বর শোনার জন্য। একটা ফোনকল ওর সকল অপেক্ষার অবসান করে দেবে। মোবাইলটা কেন আজ ভিলেন হয়ে গেল কে জানে? একটা ম্যাসেজ দিল, ‘আজকের রাতটা কেন এত সুন্দর।’ সাথে সাথে ফিরতি ম্যাসেজ এলো, ‘তুমি জেগে আছো বলে।’ ‘তোমাকে অপূর্ব লাগছে, কেন তুমি এত সুন্দর বলতে পার?’