ভালোবাসার সাত রং

প্রকাশকালঃ ২০১৫
প্রকাশনা সংস্থাঃ আরিক প্রকাশনা
প্রকাশকঃ মো. মঈনুল ইসলাম

5/5

by নিশাত ইসলাম

ভালোবাসার সাত রং মানে ভালোবাসার পরিপূর্ণতা। কোনো একটির ঘাটতি ঘটলে তা সৌন্দর্যকে বিলীন করে। মাঝে মাঝে খুব কষ্ট হয় জীবনটা এত ছোট কেন ভেবে। আরেকটু যদি বড় হত অথবা এ জীবন যদি কোনো দিন শেষ না হত। তোমার বুকে মাথা রেখে পার হত অনন্তকাল, তাহলে সৃষ্টির কিই বা ক্ষতি হত? পৃথিবী সৃষ্টি হয়েছে ধ্বংস তার অনিবার্য, আমিও তাই। তবে মেনে নিতে খুব কষ্ট হয়। তোমার চোখে চোখ রেখে শেষবার চোখ বন্ধ করতে পারব কি-না তাও জানি না। জানি না মৃত্যুকালে আমার বুকের পাঁজর ভাঙ্গা শব্দ তুমি শুনতে পাবে কি-না। আমার শেষ নিঃশ্বাসের সাথে ভালোবাসার মৃত্যু ঘটবে তা আর তোমাকে স্পর্শ করতে পারবে না। পারবে না জাগাতে তোমার মনে কোন শিহরণ। তুমি বল, আমার এ ধারণা ভুল।
পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ভালোবাসা কোনো দিন ধ্বংস হবে না। কিন্তু আমি বিশ্বাস করি, মানুষের মৃত্যুর সাথে তার ভালোবাসার মৃত্যুর ঘটে। মৃত মানুষের ভালোবাসা পৃথিবীকে কখনোই স্পর্শ করতে পারে না। তাই সবার আগে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাও তো সম্ভব নয়। তবে কি ভালোবাসা সাত রং জীবনে…

বইটি ক্রয় করতে এখানে Click করুন।