মুখোশের আড়ালে

প্রকাশকালঃ ২০২৪
প্রকাশনা সংস্থাঃ অন্বেষা
প্রকাশকঃ শাহাদাৎ হোসেন

by নিশাত ইসলাম

মাঝে মাঝে আবেগ দিয়ে জীবন বিবেচনা করে দেখেছে তুপা। তাতে কষ্ট বাড়ে। পুরনো স্মৃতি মনে করলে মন বন্দি হয়ে পড়ে। যারা সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখে তারাই বাঁচতে পারে। এক জীবনে মানুষকে অনেকবার মরতে হয়। কখনও সময়ের কাছে, কখনও জীবনের কাছে, কখনও প্রেমের কাছে, কখনও অভাবের কাছে, কখনও কষ্টের কাছে, কখনও স্নেহের কাছে, কখনও মায়ার কাছে, কখনও পরিণতির কাছে। সমাজের প্রতিটি মানুষই যেন মৃত লাশ। এই লাশগুলো সবার মাঝে বেঁচে থাকে। কেউ লাশগুলো চেনে না। রঙিন চোখে লাশগুলোকে মানুষ ভাবে।

তুপা বলল, তোমার সংসার চালাতে কষ্ট হয়, তাই না? বাজারে সব কিছুর দাম বেড়েই চলছে। রহমত মিয়া বলল, হ্যাঁ। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। কী করে পারবে? বাজার নিয়ন্ত্রণ করার দায় কি শুধু সরকারের? সরকারের একার পক্ষে কি সব সম্ভব? তুপা বলল, তা সম্ভব নয়। কিন্তু আমরা সাধারন মানুষ। আমরা তো আর বাঁচি না। জনগণের মধ্যে দায়সারা ভাব। আওয়াজ তোলার কেউ নেই। শুধু হতাশার ঝড়। সেই সুযোগে অসাধু লোকেরা টাকার পাহাড় গড়ছে। রহমত মিয়া বলল, সেটাই তো আমাদের বড় সমস্যা।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।