তুমি হৃদয় মাঝে ধরা দেবে বলে কত রাত জেগে জেগে জড়ো করেছি শীতের শিশির কণা। তুমি এলে তাতে তোমার শরীর জুড়াব। তোমার চোখে ভালোবাসার কাজল পরাব বলে জ্বলন্ত আগ্নেয়গিরির পাশে যুগে যুগে অপেক্ষা করেছি, কখন তা পুড়ে কয়লা হবে। হাসছো তুমি?
হ্যাঁ, আর আমি কী করেছি শুনবে?
বলো,
তোমাকে পাবার জন্য জন্ম নিয়েছি শীতের শিশির ভেজা ভোরে। তোমাকে পাবার জন্য আগ্নেয়গিরির লেলিহান শিখা আমিই জ্বালিয়েছি।
তাহলে এত দূরে কেন প্রিয়া?
অপেক্ষায় আছি তোমার ভালোবাসার স্পর্শে নিজেকে ভরিয়ে নিতে।
তবে এসো ধরা দাও হৃদয় মাঝে।