স্বপ্নচোর

প্রকাশকালঃ২০২৪
প্রকাশনা সংস্থাঃ অনন্যা
প্রকাশকঃ মো. মনিরুল হক

by নিশাত ইসলাম

জব্বার মুক্তিকে আমি তোর কাছ থেকে সত্যিই কেড়ে নিতে চাইনি। তোর বাসায় গিয়ে ওকে দেখে, হঠাৎ আমার মধ্যে পিতৃত্ব জেগে উঠেছিল। আমি…।

এতদিনের জানা, এতদিনের বিশ্বাস… সব শেষ। সেমন্তী জেনে গেছে আমি ওর বাবা নই।

মানলাম সেমন্তীকে তুই বাবার স্নেহ দিয়ে মানুষ করেছিস। ওকে অনেক ভালোবাসিস। তাহলে কেন ও দ্বারে দ্বারে নাচ বিক্রি করতে যেত? হ্যাঁ, মুক্তি তোর সংসারের জন্য মদ-গাঁজার আসরে নাচ বিক্রি করত। যৌবনের ফেরি করে বেড়াতো কেন? আমি মানছি, জন্ম আমি দিলেও লালন-পালনের ভার তুই নিয়েছিলি। তাই বলে আমার একমাত্র মেয়েকে… এই আকবর চৌধুরীর মেয়েকে… তোর চেয়ে আমার বুকের কষ্টটা অনেক বেশি। আমার হৃদয়ের জ্বালাল অনেক বেশি। কারণ ওর শরীরে আমার রক্ত। ও আমার শরীরের অংশ। লালন-পালন করলেই বাবা হওয়া যায় না। সন্তানকে আগলে রাখতে জানতে হয়। আমার মুক্তিকে কি আগলে রাখতে পেরেছিস?

তাহলে কি খোকা টাকা পাঠাত না? শিমু কি মিথ্যা বল্ তো? সব দায়িত্ব এতদিন ও-ই নিয়ে খোকাকে মহৎ বানাতে চেষ্টা করেছে। এতটা ত্যাগ কেন করলি মা?

বইটি ক্রয় করতে এখানে Click করুন।